A, B এবং C যথাক্রমে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন শ্রেণির যৌগ যাদের আণবিক ভর যথাক্রমে 44, 28 এবং 26।
ক) রেকটিফাইড স্পিরিট কাকে বলে?
খ) অ্যালকিনকে অলিফিন বলা হয়- ব্যাখ্যা করো।
গ) A যৌগটি ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা যাবে কি? সমীকরণসহ ব্যাখ্যা করো।
ঘ) পানিযোগে 'B' ও 'C' যৌগ হতে ভিন্ন ভিন্ন উৎপাদ পাওয়া যায়-- বিক্রিয়াসহ ব্যাখ্যা করো।