(i) $\mathrm{C}_{\mathrm{n}}\mathrm{H}_{2\mathrm{n}+1}\mathrm{OH} \stackrel{\mathrm{H}_{2}\mathrm{SO}_{4}}{\longrightarrow} \mathrm{A} + \mathrm{H}_{2}\mathrm{O}$ যেখানে $n = 3$। (ii) $\mathrm{A} + \mathrm{H}_{2} \frac{\mathrm{Ni}}{180-200^{\circ} \mathrm{C}} \longrightarrow \mathrm{B}$
ক) মনোমার কাকে বলে?
খ) ন্যাপথালিন একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন কেন বিবেচিত হয় ব্যাখ্যা করো।
গ) উদ্দীপকের 'A' যৌগ দ্বারা পলিমার তৈরি সম্ভব - সমীকরণসহ বর্ণনা দাও।
ঘ) 'A' ও 'B' যৌগের ব্যাপনের হার কি একই হবে? বিশ্লেষণ করো।