নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও : একটি যৌগে কার্বন ও হাইড্রোজেনের শতকরা সংযুতি যথাক্রমে 82.76% এবং 17.24%। যৌগটির আণবিক ভর 58।
ক) আইসোটোপ কী?
খ) গ্যালভানিক কোষে লবণ সেতুর প্রয়োজনীয়তা কী?
গ) উদ্দীপকের যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো ।
ঘ) যৌগটি থেকে ফ্যাটি এসিড তৈরি করা যাবে কিনা ব্যাখ্যা করো।