নিম্নে একটি রাসায়নিক বিক্রিয়া দেয়া হলো:
$ \mathrm{CH}_{4}+\mathrm{Cl}_{2} \rightarrow \mathrm{CH}_{3} \mathrm{Cl}+\mathrm{HCl} $
এখানে $ \mathrm{C}-\mathrm{H}, \mathrm{Cl}-\mathrm{Cl}, \mathrm{C}-\mathrm{Cl}, \mathrm{H}-\mathrm{Cl} $ বন্ধন শক্তি যথাক্রমে $ 414, 244, 326 \text{ এবং } 431 \text{ kJ/mol} $
ক) pH কাকে বলে?
খ) কঠিন অবস্থায় আয়নিক যৌগসমূহ বিদ্যুৎ পরিবহণ করে না কেন?
গ) উদ্দীপকের বিক্রিয়ার ক্ষেত্রে তাপের পরিবর্তন হিসেব করো।
ঘ) উদ্দীপকের বিক্রিয়ায় $ \mathrm{CH}_4 $ এর পরিবর্তে $ \mathrm{CH}_{3}-\mathrm{CH}_{3} $ কে প্রতিস্থাপন করলে কী পরিমাণ তাপ উৎপন্ন কিংবা শোষিত হবে? বিশ্লেষণ করো।