ক্যালসিয়াম অক্সাইড (CaO) এর সাথে একটি উপাদান A এর বিক্রিয়া ঘটিয়ে ক্যালসিয়াম কার্বনেট (CaCO₃) তৈরি হয়। (8 গ্রাম)(12 গ্রাম)
ক) অ্যানালার কী?
খ) Al₂O₃ + HCl \rightarrow ? + H₂O বিক্রিয়াটির সমতাবিধান করো।
গ) উদ্দীপকে ব্যবহৃত চুনের মোল সংখ্যা নির্ণয় করো।
ঘ) পরিবেশের উপর A যৌগটির ক্ষতিকর প্রভাব বিশ্লেষণ করো।