বায়ুদূষণের কারণে শ্বাসকষ্টের সমস্যা দেখা যায় না।
দূষক গ্যাসের অবস্থা যখন WHO নির্দিষ্ট মাত্রার নিচে থাকে তখন পরিবেশের জন্য ক্ষতিকর নয়।
CO গ্যাস মানুষের দেহে অক্সিজেন পরিবহন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে না।
বায়ুদূষক গ্যাসের বৃদ্ধি ফলে পরিবেশে ইকোসিস্টেমের বিপর্যয় ঘটে।
SO₂ এবং SO₃ গ্যাস শুধু মাত্র সালফিউরিক এসিড প্লান্ট থেকে উৎপন্ন হয়।
সত্য হলে T চাপ দিন। মিথ্যা হলে F চাপ দিন।