চৌদ্দ বছর বয়সের ইমনের মধ্যে তার মা বিভিন্ন ধরনের পরিবর্তন লক্ষ করেন। প্রতিদিনের মত রাতের বেলা মা, ছেলের কাছে গিয়ে বসলেন এবং বললেন, "তুমি তোমার জীবনের গুরুত্বপূর্ণ একটি সময় পার করছো।” তারপর মা বললেন, "এ সময় মানসিক স্বাস্থ্য ঠিক রাখা প্রয়োজন।"
ক) প্রত্নজীববিদ্যা কাকে বলে?
খ) লিমুলাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয় কেন?
গ) ইমনের এ বয়সের দৈহিক পরিবর্তনগুলো ব্যাখ্যা করো।
ঘ) মায়ের শেষ উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।
প্রত্নজীববিদ্যা কাকে বলে?
লিমুলাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয় কেন?
ইমনের এ বয়সের দৈহিক পরিবর্তনগুলো ব্যাখ্যা করো।
মায়ের শেষ উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।