মনির সাহেব পুত্র সন্তান কামনা করে করে চার মেয়ের জনক হয়েছেন। তার বড় মেয়ে ফাহিমা বিজ্ঞান বইয়ে পড়েছে প্রতিটি জীবকোষের নিউক্লিয়াসে নির্দিষ্ট সংখ্যক অঙ্গাণু থাকে যা চারিত্রিক বৈশিষ্ট্য বংশ পরম্পরায় স্থানান্তর করে।
ক) টেস্টটিউব বেবি কাকে বলে?
খ) ভাইরাস কীভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।
গ) ফাহিমার পঠিত অঙ্গাণুটির গঠন বর্ণনা করো।
ঘ) পুত্র সন্তান জন্মদানে মনির সাহেব ও তার স্ত্রীর অবদান সমান- যুক্তি দেখাও।
টেস্টটিউব বেবি কাকে বলে?
ভাইরাস কীভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।
ফাহিমার পঠিত অঙ্গাণুটির গঠন বর্ণনা করো।
পুত্র সন্তান জন্মদানে মনির সাহেব ও তার স্ত্রীর অবদান সমান- যুক্তি দেখাও।