নবম শ্রেণিতে পড়া অবস্থায় নিপুকে তার বাবা এক প্রবাসীর নিকট বিয়ে দেন। কিন্তু তার প্রথম কন্যা সন্তান জন্মদানকালীন বেশ শারীরিক জটিলতা দেখা দেয়। দ্বিতীয়বারও কন্যা সন্তান হলে পুত্র সন্তানের আশান্বিত স্বামী এর জন্য নিপুকে দায়ী করলেন।
ক) ইনভিট্রো ফার্টিলাইজেশন কাকে বলে?
খ) প্লাটিপাসকে কানেকটিং লিংক বলা হয় কেন?
গ) প্রথম সন্তান জন্মদানের সময় নিপুর শারীরিক অবস্থা এরূপ হওয়ার কারণ ব্যাখ্যা করো।
ঘ) নিপুর স্বামীর এরূপ আচরণের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
ইনভিট্রো ফার্টিলাইজেশন কাকে বলে?
প্লাটিপাসকে কানেকটিং লিংক বলা হয় কেন?
প্রথম সন্তান জন্মদানের সময় নিপুর শারীরিক অবস্থা এরূপ হওয়ার কারণ ব্যাখ্যা করো।
নিপুর স্বামীর এরূপ আচরণের যৌক্তিকতা বিশ্লেষণ করো।