বাংলার মানুষ মিলন ও সম্প্রীতির মহাসাগরে প্রত্যহ নতুন হয়ে ওঠে।
সুফিয়া কামালের 'আমার দেশ' কবিতাটি 'সুফিয়া কামাল রচনাসংগ্রহ' থেকে সংকলন করা হয়েছে।
বাংলার মানুষ দুর্যোগের সময় পরস্পরের সহায় হতে পারে না।
বাংলার মানুষের মধুর ভাষা ও অপার জীবনানন্দ তাদের নিয়ে যায় সম্প্রীতির মহাসাগরে।
এদেশের মাঠ সবসময় খালি থাকে এবং সোনালি ধানে ভরে ওঠে না।
সত্য হলে T চাপ দিন। মিথ্যা হলে F চাপ দিন।