বিএ পাস করার পর জনাব মিজান ২০,০০০ টাকা ঋণ নিয়ে গ্রামের ৩টি পুকুরে মাছ চাষ শুরু করেন। প্রথম ২ বছর তিনি কোনো লাভের মুখ দেখেননি। তাতে গ্রামের লোকেরা তাকে মাছ চাষ ছেড়ে চাকরি করার পরামর্শ দেন। কিন্তু তিনি থেমে না গিয়ে মাছ চাষের ব্যবসায় অব্যাহত রাখেন। বর্তমানে তার পুকুরের সংখ্যা ২০টি। সেখানে ২৫০ জন শ্রমিক কাজ করেন এবং তার খামারের মাছ এখন বিদেশেও রপ্তানি হয়। তাকে দেখে অন্যান্য গ্রামের অনেক চাষী উৎসাহিত হয়ে মাছ চাষ শুরু করেছে এবং অনেকেই তার কাছ থেকে হাতে-কলমে মাছ চাষ শিখতে আসে।
ক) সরকারি পৃষ্ঠপোষকতা কী?
খ) ব্যবসায়ে ঝুঁকি এড়ানোর জন্য কী প্রয়োজন? ব্যাখ্যা করো।
গ) জনাব মিজানের ব্যবসায়ের উন্নতির জন্য একজন সফল উদ্যোক্তার কোন গুণটি পরিলক্ষিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ) দেশের অর্থনীতিতে জনাব মিজানের ভূমিকা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।