শ্যামলের বাড়ির পাশের মহাসড়কে প্রতিদিন স্থানীয় কৃষকদের উৎপাদিত সবজির পাইকারি বাজার বসে। ফলে এখানে অনেক লোকের সমাগম হয়। শ্যামল দেখলেন, এই সকল লোকের খাবারের বেশ চাহিদা আছে। তাই তিনি স্থানীয় ব্যাংক থেকে ঋণ নিয়ে এবং ১১ জন দক্ষ শ্রমিক নিয়োগ দিয়ে একটি হোটেল স্থাপন করেন। প্রথমদিকে আয় কম হলেও শ্যামলের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে ব্যবসায়টির সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে।
ক) জাতীয় অর্থনীতিতে শিল্পখাতের অবদান কত ভাগ 'বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১০' অনুযায়ী?
খ) 'উদ্যোক্তাগণ জন্মগতভাবেই উদ্যোক্তা'- ব্যাখ্যা করো।
গ) উদ্দীপকের শ্যামলের মধ্যে উদ্যোক্তার কোন গুণটি পরিলক্ষিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ) শ্যামলের মতো উদ্যোক্তাদের গৃহীত কর্মকাণ্ড দেশের বেকার সমস্যা কমাতে কতটুকু কার্যকর সেটি মূল্যায়ন করো।