জনাব কামাল একটি স্কুলের পাশে ছোট দোকানে লুঙ্গি বিক্রির কাজে বড় ভাইকে সাহায্য করতেন। স্কুল ড্রেসের ব্যাপক চাহিদা মাথায় রেখে আরেকটি দোকান নিয়ে জনাব কামাল লুঙ্গির পাশাপাশি অন্যান্য কাপড়ও রাখেন। নিজের জমানো অর্থ ও কিছু টাকা ধার করে মূলধন গঠন করেন। শুরুতে তেমন সাড়া না পেয়ে হতাশ হলেও দিনরাত পরিশ্রম, ন্যায্য দাম আর সততার মাধ্যমে এক সময় ঘুরে দাঁড়ান। বর্তমানে তিনি নিজেই কাপড় তৈরির কারখানা স্থাপন করতে আগ্রহী।
ক) উদ্যোগ কাকে বলে?
খ) “উদ্যোক্তা জন্মগতভাবেই উদ্যোক্তা”— ব্যাখ্যা করো।
গ) জনাব কামালের কর্মকাণ্ডকে কী বলা যায়? বর্ণনা করো।
ঘ) আর্থ-সামাজিক উন্নায়নে জনাব কামালের ভূমিকা মূল্যায়ন করো।