বান্দরবানের একজন সফল উদ্যোক্তা ওশীন মং। তিনি পাহাড়ে উৎপাদিত কাজুবাদাম প্রক্রিয়াজাতকরণ শেষে বড় বড় শহরে বিক্রয়ের জন্য পাঠিয়ে থাকেন। তার কাজুবাদাম বিদেশেও রপ্তানি হয়। - এর পাশাপাশি তিনি পাহাড়ের বাঁশ ও বেত ব্যবহার করে আসবাবপত্র তৈরির কারখানা ও মধু প্রক্রিয়াজাতকরণের ব্যবসায় স্থাপন করেও সফল হয়েছেন। বর্তমানে তার অধীনে ১৭ জন কর্মী কাজ করছেন। তিনি জানান বান্দরবানের প্রধান সড়কগুলো পাকা হওয়া, মোবাইল ফোন নেটওয়ার্ক, দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ, সরকারি আনুকূল্য ও কিছু বেসরকারি সংস্থার সহযোগিতার ফলেই এই সাফল্য এসেছে।
ক) ব্যবসায় উদ্যোগ কাকে বলে?
খ) উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।
গ) ওশীন মংয়ের উদ্যোগের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো।
ঘ) ওশীন মংয়ের ব্যবসায়িক সাফল্যের পেছনে সহায়ক উপাদানগুলোর প্রভাব বিশ্লেষণ করো।