মাটির প্রকারভেদ হলো: P - বালি, কাদা, পলি নির্দিষ্ট অনুপাতে থাকে, জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে। Q - মাটির কণার আকার বড়, পানি ধারণ ক্ষমতা কম। R - প্রচুর পানি ধারণ করতে পারে। হাত দিয়ে ধরলে হাতে লেগে থাকে।
ক) বায়বায়ন কাকে বলে?
খ) মাটির pH জানা থাকা জরুরি কেন?
গ) 'R' মাটির গুরুত্ব ব্যাখ্যা করো।
ঘ) P ও Q এর কোন প্রকারের মাটিতে ফসল ভালো জন্মায়? তোমার উত্তরের পক্ষে যুক্তি দেখাও।
বায়বায়ন কাকে বলে?
মাটির pH জানা থাকা জরুরি কেন?
'R' মাটির গুরুত্ব ব্যাখ্যা করো।
P ও Q এর কোন প্রকারের মাটিতে ফসল ভালো জন্মায়? তোমার উত্তরের পক্ষে যুক্তি দেখাও।