মিনাদের এলাকার মাটির পানি ধারণক্ষমতা কম হওয়ায় ফসল চাষে তেমন উপযোগী নয়। তার এক বান্ধবী পপিদের বাড়ি পদ্মার তীরে হওয়ায় সেখানকার মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি। মিনার আরেক বান্ধবী লিথিদের এলাকার মাটিতে পাথরের পরিমাণ বেশি।
ক) বায়বায়ন কাকে বলে?
খ) হিউমাস কীভাবে তৈরি হয়? ব্যাখ্যা করো।
গ) মিনাদের এলাকার মাটি কীভাবে ফসল চাষের জন্য উপযোগী করা যায়? ব্যাখ্যা করো।
ঘ) পপি ও লিথিদের এলাকার মাটি দুটির মধ্যে বনভূমি ও শস্য উৎপাদনে কোনটি অধিক ভূমিকা রাখবে? বিশ্লেষণ করো।
বায়বায়ন কাকে বলে?
হিউমাস কীভাবে তৈরি হয়? ব্যাখ্যা করো।
মিনাদের এলাকার মাটি কীভাবে ফসল চাষের জন্য উপযোগী করা যায়? ব্যাখ্যা করো।
পপি ও লিথিদের এলাকার মাটি দুটির মধ্যে বনভূমি ও শস্য উৎপাদনে কোনটি অধিক ভূমিকা রাখবে? বিশ্লেষণ করো।