মাটি হলো বিভিন্ন খনিজের মিশ্রণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটি জৈব খনিজ হলো কয়লা ও প্রাকৃতিক গ্যাস। কয়লা হলো কালো বা বাদামী কালো রঙের এক ধরনের পাললিক শিলা। প্রাকৃতিক গ্যাস তৈরি হয় হাজার বছর আগে মরে যাওয়া গাছপালা এবং প্রাণীদেহ থেকে।
ক) ট্যালক কী?
খ) মাটি দূষণ বলতে কী বোঝায়?
গ) ১ম খনিজটির গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো।
ঘ) ২য় খনিজটি প্রক্রিয়াকরণ ব্যতিরেকে ব্যবহারোপযোগী হয় না- বিশ্লেষণ করো।
ট্যালক কী?
মাটি দূষণ বলতে কী বোঝায়?
১ম খনিজটির গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো।
২য় খনিজটি প্রক্রিয়াকরণ ব্যতিরেকে ব্যবহারোপযোগী হয় না- বিশ্লেষণ করো।