তথ্য-১: সাভার থেকে ঢাকা যাবার পথে আমিন বাজার পর্যন্ত প্রচুর ইটের ভাটা চোখে পড়ে এবং এ অঞ্চলে প্রচুর যানবাহন চলাচল করে। তথ্য-২: নীলা ম্যাডামের বারান্দায় রাখা একটি টবের মাটি বালু, পলি ও কাদার সমন্বয়ে তৈরি।
ক) হিউমাস কাকে বলে?
খ) মাটির বায়বায়ন প্রয়োজনীয় কেন?
গ) নীলা ম্যাডামের টবের মাটি কোন ধরনের? তার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
ঘ) তথ্য-১ পরিবেশের উপর কী ধরনের প্রভাব ফেলবে? বিশ্লেষণ করো।