তমালের বাবা স্বর্ণের বিভিন্ন সামগ্রী তৈরির সময় কয়লা ব্যবহার করেন। তাদের গ্রামে হঠাৎ করে বন্যা হওয়ায় তার বাবা রান্নার সুবিধার্থে গ্যাসের সিলিন্ডার কিনে আনেন। বন্যার সময় এক ধরনের তলানী জমা হওয়ায় পরবর্তীতে তমালদের এলাকার জমিতে খুব ভালো ফসল উৎপাদিত হয়।
ক) মাটি কাকে বলে?
খ) উদ্ভিদের জন্য মাটির বায়বায়ন গুরুত্বপূর্ণ কেন?
গ) তমালদের এলাকার জমিতে ভালো ফসল উৎপাদনের কারণ ব্যাখ্যা করো।
ঘ) স্বর্ণ তৈরির কাজে ব্যবহৃত উপকরণ ও রান্নার সুবিধার্থে ব্যবহৃত উপকরণ দুটির মধ্যে কোনটির প্রক্রিয়াকরণ একটি জটিল শিল্প প্রক্রিয়া? তুলনামূলক আলোচনা করে মতামত দাও।
মাটি কাকে বলে?
উদ্ভিদের জন্য মাটির বায়বায়ন গুরুত্বপূর্ণ কেন?
তমালদের এলাকার জমিতে ভালো ফসল উৎপাদনের কারণ ব্যাখ্যা করো।
স্বর্ণ তৈরির কাজে ব্যবহৃত উপকরণ ও রান্নার সুবিধার্থে ব্যবহৃত উপকরণ দুটির মধ্যে কোনটির প্রক্রিয়াকরণ একটি জটিল শিল্প প্রক্রিয়া? তুলনামূলক আলোচনা করে মতামত দাও।