ক্লাসে বিজ্ঞানের স্যার নবম-দশম শ্রেণির বিজ্ঞান বইয়ের আমাদের সম্পদ অধ্যায় পড়ানোর সময় বলেন, আমাদের ব্যবহৃত প্রাকৃতিক জ্বালানির অন্যতম হলো প্রাকৃতিক গ্যাস। এ ছাড়াও রয়েছে কয়লা, ডিজেল, পেট্রোল ইত্যাদি। কিন্তু এ অনবায়নযোগ্য সম্পদগুলো দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এগুলোর ব্যবহারে ও অপচয়রোধে আমাদের সচেতন হতে হবে।
ক) মাইকা কী?
খ) মাটির pH বলতে কী বোঝায়?
গ) প্রাকৃতিক জ্বালানিগুলোর একটি কীভাবে প্রক্রিয়াকরণ করা হয়?
ঘ) বিজ্ঞান স্যারের শেষ উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।