ক্লাসে বিজ্ঞানের স্যার নবম-দশম শ্রেণির বিজ্ঞান বইয়ের আমাদের সম্পদ অধ্যায় পড়ানোর সময় বলেন, আমাদের ব্যবহৃত প্রাকৃতিক জ্বালানির অন্যতম হলো প্রাকৃতিক গ্যাস। এ ছাড়াও রয়েছে কয়লা, ডিজেল, পেট্রোল ইত্যাদি। কিন্তু এ অনবায়নযোগ্য সম্পদগুলো দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এগুলোর ব্যবহারে ও অপচয়রোধে আমাদের সচেতন হতে হবে।
ক) মাইকা কী?
খ) মাটির pH বলতে কী বোঝায়?
গ) প্রাকৃতিক জ্বালানিগুলোর একটি কীভাবে প্রক্রিয়াকরণ করা হয়?
ঘ) বিজ্ঞান স্যারের শেষ উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।
মাইকা কী?
মাটির pH বলতে কী বোঝায়?
প্রাকৃতিক জ্বালানিগুলোর একটি কীভাবে প্রক্রিয়াকরণ করা হয়?
বিজ্ঞান স্যারের শেষ উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।