আশরাফ সাহেব কয়লা খনিতে চাকরি করেন, তিনি কয়লা আহরণে শ্রমিকদের নেতৃত্ব দেন। অন্যদিকে শাহজাহান মিয়া একজন কৃষক, তিনি ফসল তোলার পর ফসলের গোড়া জমিতে রেখে দেন।
ক) জীবাশ্ম জ্বালানি কাকে বলে?
খ) জৈব পদার্থকে মাটির জীবন বলা হয় কেন?
গ) আশরাফ সাহেবের প্রতিষ্ঠান কীভাবে মাটি দূষণ করছে? ব্যাখ্যা করো।
ঘ) মাটি সংরক্ষণে শাহজাহান মিয়ার কর্মকাণ্ড কতটুকু যুক্তিযুক্ত? তোমার মতামত দাও।
জীবাশ্ম জ্বালানি কাকে বলে?
জৈব পদার্থকে মাটির জীবন বলা হয় কেন?
আশরাফ সাহেবের প্রতিষ্ঠান কীভাবে মাটি দূষণ করছে? ব্যাখ্যা করো।
মাটি সংরক্ষণে শাহজাহান মিয়ার কর্মকাণ্ড কতটুকু যুক্তিযুক্ত? তোমার মতামত দাও।