রুমাইতা গাড়িতে ঢাকা থেকে মানিকগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে তাদের গাড়িটি সিএনজি পাম্প স্টেশনে এক ধরনের জ্বালানি নেওয়ার জন্য থামে। তাদের বাসায় রান্নার জন্য জ্বালানি হিসেবে ব্যবহৃত উপকরণের সঙ্গে সে এর মিল খুঁজে পেল। সে যাওয়ার পথে বাস থেকেই লক্ষ করলো একজন লোক দা, বটি তৈরির জন্য কালো বর্ণের আর এক ধরনের জ্বালানি ব্যবহার করছে।
ক) মাটির বায়বায়ন কাকে বলে?
খ) কাদা মাটি দিয়ে কেন ঘর সাজানোর তৈজসপত্র তৈরি করা হয়?
গ) উল্লিখিত প্রথম জ্বালানিটির প্রক্রিয়াকরণ ব্যাখ্য করো।
ঘ) উল্লিখিত দুইটি জ্বালানির মধ্যে বাংলাদেশের প্রেক্ষাপটে বিদ্যুৎক্ষেত্রে একটির ব্যবহার বেশি হলেও পৃথিবীর সব দেশেই অন্যটির ব্যবহার বেশি- বিশ্লেষণ করো।
মাটির বায়বায়ন কাকে বলে?
কাদা মাটি দিয়ে কেন ঘর সাজানোর তৈজসপত্র তৈরি করা হয়?
উল্লিখিত প্রথম জ্বালানিটির প্রক্রিয়াকরণ ব্যাখ্য করো।
উল্লিখিত দুইটি জ্বালানির মধ্যে বাংলাদেশের প্রেক্ষাপটে বিদ্যুৎক্ষেত্রে একটির ব্যবহার বেশি হলেও পৃথিবীর সব দেশেই অন্যটির ব্যবহার বেশি- বিশ্লেষণ করো।