মাধবপুরের ইদ্রিস মিয়া বাড়ির পাশের পতিত জায়গায় বীজ থেকে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা উৎপাদন করে বিক্রি করেন। প্রথম দিকে চারা উৎপাদন ভালো হলেও একপর্যায়ে বীজ না ফোটা, চারা মরে যাওয়াসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। এসব সমস্যা কাটিয়ে ওঠার জন্য তিনি দুজন দক্ষ কর্মী নিয়োগ দেওয়ার চিন্তা করছেন।
ক) বাংলাদেশের কোন বন্দরকে Porto Grando বলা হতো?
খ) কী অর্জনের আশায় ব্যবসায়ীরা অর্থ বিনিয়োগ করে? ব্যাখ্যা করো।
গ) ইদ্রিস মিয়ার ব্যবসায়টি কোন শিল্পের অন্তর্গত তা বর্ণনা করো।
ঘ) ইদ্রিস মিয়ার দক্ষ কর্মী নিয়োগের চিন্তাটি কোন পরিবেশের উপাদান তা বিশ্লেষণ করো।