জনাব আতিক লেখাপড়া শেষ করে চাকরি না পেয়ে 'আতিক এন্ড কোং' নামে একটি অ্যাকাউন্টেন্সি চার্টার্ড ফার্ম দেন। নতুন প্রতিষ্ঠান হওয়ায় স্বল্প পরিচিতির কারণে কাজ পাওয়ার ক্ষেত্রে তিনি সমস্যার সম্মুখীন হচ্ছেন। এ অবস্থা থেকে উত্তরণের জন্য তিনি সমাধানের উপায় খুঁজছেন।
ক) 'ঐতিহ্য' কোন পরিবেশের অন্তর্গত?
খ) গুদামজাতকরণ কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে? ব্যাখ্যা করো।
গ) 'আতিক এন্ড কোং' এর ব্যবসায়িক কার্যাবলি কোন ধরনের ব্যবসায় শাখার অন্তর্গত? বর্ণনা করো।
ঘ) জনাব আতিকের সমস্যা সমাধানের জন্য কোন কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো? ব্যাখ্যা করো।