জনাব সামাদ চীন থেকে মোবাইল কিনে এনে ঢাকায় নিজ শো-রুমে বিক্রির ব্যবস্থা করেন। পণ্য কেনার অর্থ তিনি স্থানীয় ব্যাংক থেকে সংগ্রহ করেন। প্রচুর পরিমাণে মোবাইল কেনায় তিনি তার শো-রুমের পাশেই একটা গোডাউন ভাড়া নেন। বিদেশ থেকে পণ্য আনার ঝুঁকি নিরসনে তিনি পদক্ষেপ নেন। ক্রেতার কাছে পণ্যকে আকর্ষণীয় করে উপস্থাপনের ব্যবস্থাও করেন।
ক) উদ্যোক্তা কাকে বলে?
খ) ব্যবসায় বলতে কী বোঝা? ব্যাখ্যা করো।
গ) জনাব সামাদের কাজটি ব্যবসায়ের কোন শাখার অন্তর্গত? বর্ণনা করো।
ঘ) বিভিন্ন বাধা দূর করে জনাব সামাদের বিক্রয় কার্য যথাযথভাবে সম্পন্ন করায় গৃহীত পদক্ষেপগুলো মূল্যায়ন করো।