মি. রানা একটি ইটভাটার মালিক। তার প্রস্তুতকৃত ইটের গুণগত মান ভালো হওয়ায় চাহিদা অনেক বেশি। তবে বর্ষার মৌসুমে পরিবেশ প্রতিকূল থাকার কারণে তিনি ব্যবসায়ের পাশাপাশি নতুন কাজ করার উদ্যোগ নিলেন। কিছুদিন পর পরিবেশবাদী ও ভোক্তা আইনে লোকজন আপত্তি জানান। এছাড়া বিভিন্ন সময়ে এলাকার উচ্ছৃঙ্খল ছেলেদের অর্থ দিতে হয়। এজন্য কিছু শ্রমিক কাজের প্রতি অনীহা ও অসন্তোষ প্রকাশ করেন। ফলে তিনি ব্যবসায় বন্ধ করার সিদ্ধান্ত নেন।
ক) প্রজনন শিল্প বলতে কী বোঝ?
খ) ব্যবসায়ের আওতা বিবেচনায় একজন ডাক্তারের পেশার গুরুত্ব উল্লেখ করো ।