আবিদ ও তার তিন বন্ধু মিলে ২০২০ সালের শুরুতে 'ফোর স্টার' নামে একটি রেস্টুরেন্ট ব্যবসায় শুরু করেছিলেন। ব্যবসায় শুরু করার কিছুদিন পরেই করোনা পরিস্থিতির কারণে বন্ধ হয়ে যায়। পরে সরকারের অনুমতিক্রমে বিদ্যমান উন্নত তথ্য যোগাযোগ প্রযুক্তি ও দ্রুতগতির ইন্টারনেট সেবা ব্যবহার করে অনলাইনে অর্ডার নিয়ে বাসায় বাসায় খাবার সরবরাহ করতে শুরু করেন। এতে দ্রুত সাড়া মেলে এবং অনলাইন ব্যবসায়ে তারা সাফল্যের দেখা পান। তারা ব্যবসায়টি সম্প্রসারণের জন্য ঋণ নেওয়ার চিন্তা-ভাবনা করছেন।
ক) ব্যবসায়ের ঝুঁকিগত বাধা দূর করে কোনটি?
খ) বাণিজ্য কী? ব্যাখ্যা করো।
গ) ফোর স্টার রেস্টুরেন্টের সাফল্যে ব্যবসায় পরিবেশের কোন উপাদানের ভূমিকা রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপকের ফোর স্টার রেস্টুরেন্টের সম্প্রসারণে ব্যবসায় পরিবেশের উপাদানসমূহের প্রভাব বিশ্লেষণ করো।