জনাব হাকিম উত্তরাধিকার সূত্রে ১০ লক্ষ টাকার মালিক হন। তার ইচ্ছা এই টাকা বিনিয়োগ করে নিজ শহরের বিসিক শিল্প এলাকায় উন্নতমানের আসবাবপত্র তৈরির একটি কারখানা স্থাপন করবেন। স্থানীয় কাঠ ব্যবহার করে উৎপাদিত আসবাবপত্র সারা দেশে বিক্রয় করে তিনি মুনাফা অর্জন করবেন। এর মাধ্যমে কিছু লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নিজের সচ্ছলতা অর্জনের পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে চান।
ক) উৎপাদনের বাহন বলা হয় কাকে?
খ) উদাহরণসহ প্রত্যক্ষ সেবার ধারণা দাও।
গ) জনাব হাকিমের ব্যবসায়টি কোন ধরনের শিল্প? ব্যাখ্যা করো।
ঘ) “জনাব হাকিমের উদ্যোগটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে”— বিশ্লেষণ করো।