জনাব নাজিম একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানের উৎপাদন প্রণালি এমনভাবে তৈরি করেন যেন উৎপাদিত পণ্যের সংখ্যা অতিরিক্ত না হয়। আবার প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীনও না হয়। এভাবে উৎপাদন করায় প্রতিষ্ঠানটি টিকে আছে। অপরদিকে জনাব রহমান তার প্রতিষ্ঠানের কর্মীদের প্রত্যেকের কাজ নির্দিষ্ট করে দেন। ব্যবসায়ের প্রয়োজনীয় মূলধন সংগ্রহে কম খরচের উৎস বিবেচনা করেন। তাছাড়া দেশের বিভিন্ন সুযোগ-সুবিধাগুলোও গ্রহণ করেন। ভবিষ্যতে পণ্য বৈচিত্র্যকরণের কথাও মাথায় রেখে উৎপাদন করেন। এজন্য বর্তমানে জনাব রহমান একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত।
ক) প্রাক্কলিত নগদান প্রবাহ বিবরণী কী?
খ) প্রকল্প ধারণা চিহ্নিতকরণে বিবেচ্য বিষয় কী?
গ) জনাব নাজিমের পণ্য উৎপাদন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো।
ঘ) জনাব রহমানের পরিকল্পনার গুরুত্ব মূল্যায়ন করো।