জনাব রফিক ঢাকা থেকে পড়াশোনা শেষ করেন। কোনো কিছু চিন্তা-ভাবনা না করেই তিনি নিজের জমানো অর্থ ও বাবার কাছ থেকে কিছু অর্থ নিয়ে নিজ এলাকায় সুসজ্জিত একটি ফাস্ট ফুডের দোকান দেন। এলাকাটি জনবহুল কিন্তু লোকজন আর্থিক দিক থেকে দুর্বল এবং তাদের সঞ্চয়ও কম । আবার জীবনযাত্রার মানও উন্নত নয়। ফলে ব্যবসায়টি থেকে যথেষ্ট মুনাফা অর্জন করা সম্ভব হয়নি। তাই বন্ধুর পরামর্শে তিনি ব্যবসায়টি অন্যত্র স্থানান্তর করেন।
ক) কোন শিল্পকে দেশের ঐতিহ্য ও গৌরবের প্রতীক বলা হয়?
খ) ব্যবসায়ের ক্ষেত্রে আত্মবিশ্লেষণ পদ্ধতির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
গ) জনাব রফিক তার প্রকল্প নির্বাচনে কোন প্রাথমিক পদক্ষেপটি বিবেচনা করেছেন তা বর্ণনা করো।
ঘ) ব্যবসায়ে মুনাফা অর্জনের জন্য জনাব রফিকের বন্ধুর পরামর্শ নেওয়া কি যুক্তিসঙ্গত হয়েছে বলে তুমি মনে করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।