1600°C তাপমাত্রার কিছু পরিমাণ খাবার লবণের বাষ্পকে একটি পাত্রে নিয়ে আস্তে আস্তে তাপমাত্রা হ্রাস করে 200°C তাপমাত্রায় কঠিন লবণে পরিণত করা হলো। লবণের গলনাঙ্ক 801°C এবং স্ফটনাঙ্ক 1465°C।
ক) নিঃসরণ কাকে বলে?
খ) কাচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি কেন, ব্যাখ্যা করো।
গ) উদ্দীপকের কোন আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে বেশি এবং কোন অবস্থার সবচেয়ে কম তা ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপকের তাপমাত্রার আলোকে লেখচিত্র অংকন করে গ্যাসীয় খাবার লবণকে কঠিন খাবার লবণে পরিণত করা যায় তার প্রতিটি ধাপ বর্ণনা করো।