কবি জমিলার মা'র রান্নাঘর সম্পর্কে অপরিচিত।
কবিতায় কদম আলী একজন অকাল বার্ধক্যে নত ব্যক্তি।
কবিতায় জারুল এবং জামরুল গাছ সাক্ষী হিসেবে বিবৃত।
কবিতা ভাষণের মাধ্যমে বোঝানো হয় যে কবি কোনো অনাত্মীয় নন।
আসমানের তারা কবিতার একজন চরিত্র সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়।
সত্য হলে T চাপ দিন। মিথ্যা হলে F চাপ দিন।