$11.2 L~ CO_2(g)$ উৎপাদনের জন্য $50g~ CaCO_3$ এবং $30g~ HCI$ এর মধ্যে বিক্রিয়া সংঘটিত করা হলো, কিন্তু প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না।
ক) স্টয়কিওমিতি কাকে বলে?
খ) একই স্থূল সংকেত একাধিক যৌগের হতে পারে— ব্যাখ্যা করো।
গ) উদ্দীপকের উৎপাদ গ্যাসীয় যৌগটির প্রতি গ্রামে অণুর সংখ্যা নির্ণয় করো।
ঘ) উদ্দীপকের বিক্রিয়ায় প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না কেন? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।