60 g চুনাপাথর উত্তপ্ত করে 31 g ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। এছাড়াও $CO_2$ গ্যাস উৎপন্ন হয়।
ক) বিক্রিয়ক কাকে বলে?
খ) লিমিটিং বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ হিসাব করা হয় কেন? ব্যাখ্যা করো।
গ) উদ্দীপকের বিক্রিয়ায় উৎপাদের (CaO) শতকরা পরিমাণ নির্ণয় করো।
ঘ) উদ্দীপকের বিক্রিয়ায় যে পরিমাণ $CO_2$ উৎপন্ন হয় তার সমপরিমাণ $CO_2$ উৎপন্ন করতে কী পরিমাণ $MgCO_3$ কে উত্তপ্ত করতে হবে? বিশ্লেষণ করো।