প্রদত্ত রাসায়নিক বিক্রিয়া হল: Na2CO3 + H2SO4 → Na2SO4 + Y(g) + H2O(x)
ক) সমানুকরণ বিক্রিয়া কী?
খ) ফসফেট একটি যৌগমূলক- ব্যাখ্যা করো।
গ) 45.5 x g উৎপাদটি পাওয়ার লক্ষ্যে যথাক্রমে 22.5 g এবং 20 g প্রথম ও দ্বিতীয় বিক্রিয়ক নেওয়া হলে, প্রত্যাশিত উৎপাত (x) পাওয়া যাবে কি ? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
ঘ) উভয় বিক্রিয়ক 26.5 g করে নিয়ে STP তে 4 লিটার Y উৎপন্ন হলে, উৎপন্ন উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয়ের মাধ্যমে বিক্রিয়ক সমূহ অ্যানালার কি-না তা গাণিতিকভাবে মূল্যায়ণ করো।