P একটি জৈব এসিড যাতে C = 32% এবং O = 64% যৌগটির আণবিক ভর 150।
ক) অণু কাকে বলে?
খ) একটি ইলেকট্রনের বিকিরিতে শক্তির তরঙ্গ দৈর্ঘ্য 25 nm হলে এর কম্পাঙ্ক কত হবে?
গ) 250 ml দ্রবণে P যৌগটির 5.3 গ্রাম দ্রবীভূত থাকলে মোলারিটি কত?
ঘ) P যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো।