3 g ম্যাগনেশিয়াম 40 g অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 4.05 g ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করে।
ক) স্থুল সংকেত কাকে বলে?
খ) এক মোল CO2 বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ) বিক্রিয়াটিতে ১ম বিক্রিয়কই লিমিটিং বিক্রিয়ক- গাণিতিকভাবে ব্যাখ্যা করো।
ঘ) বিক্রিয়কদ্বয় মিশ্রিত করলে প্রত্যাশিত উৎপাদ না পাওয়ার যৌত্ত্বিক কারণ বিশ্লেষণ করো।