x একটি হাইড্রোকার্বন। যৌগটির স্থূল সংকেত ও আণবিক সংকেত একই। যৌগটিতে ২৫% হাইড্রোজেন রয়েছে।
ক) উর্ধ্বপাতন কী?
খ) $NH{_3}$ ও HCl এর মধ্যে কোনটির ব্যাপন হার বেশি? ব্যাখ্যা করো।
গ) X যৌগের স্থূল সংকেত নির্ণয় করো।
ঘ) ১০০ গ্রাম X এর দহনে কী পরিমাণ CO2 উৎপন্ন হয়? তা বিশ্লেষণ করো।