সাহিলা, সাদাফ ও সামান্থার প্রতিষ্ঠিত 'ট্রিপল এস' নামক রেস্টুরেন্টটি দীর্ঘ তিন বছর যাবৎ সফলতার সাথে ব্যবসায় করে আসছে। সড়ক দুর্ঘটনায় সামান্থা মৃত্যুবরণ করলে তার ১২ বছর বয়সী ছেলে রায়ানকে অংশীদার করা হয়। পরবর্তী পর্যায়ে সাদাফ ও সাহিলার মধ্যে বিরোধ দেখা দিলে ব্যবসায়টি ভেঙে যায়।
ক) বাংলাদেশের অংশীদারি ব্যবসায় কত সালের আইন দ্বারা পরিচালিত?
খ) একমালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তার কারণ ব্যাখ্যা করো।
গ) ব্যবসায়টিতে রায়ান কোন ধরনের অংশীদার? বর্ণনা করো।
ঘ) উদ্দীপকের 'ট্রিপল এস' এর মতো প্রতিষ্ঠানগুলো কীভাবে বিলোপসাধন হতে পারে? ধারা উল্লেখ করে বিশ্লেষণ করো।