মামুন, মাসুদসহ পাঁচ বন্ধু মিলে একটি সংগঠন গড়ে তোলেন। এ প্রতিষ্ঠানটির শেয়ার জনগণের কাছে বিক্রয়যোগ্য নয়। অপরদিকে মাসুদদের প্রতিষ্ঠানে কর্মরত এ রকম ২৫ জন ব্যক্তি মিলে 'সতেজ' নামে একটি সংগঠন গড়ে তোলেন। এ প্রতিষ্ঠানটি সকল সদস্যের মতামতের ভিত্তিতে পরিচালনা করা হয়। এছাড়া সদস্যরা একে অপরের বিপদে-আপদে সাহায্য সহযোগিতা করে থাকেন। বর্তমানে 'সতেজ' সংগঠনটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
ক) একমালিকানা সংগঠন কাকে বলে?
খ) আপাতদৃষ্টিতে অংশীদারের দায়ের ধরন ব্যাখ্যা করো।
গ) মামুন ও মাসুদদের সংগঠনটি কোন ধরনের? বর্ণনা করো।
ঘ) উদ্দীপকের 'সতেজ' প্রতিষ্ঠানটি সঠিক নীতির আলোকে মূল্যায়ন করো।