Download AppGet SUN LIGHT AI App on Google Play

সৃজনশীল প্রশ্ন

একটি সরকারি সংস্থা থেকে প্রশিক্ষণ নিয়ে রহিমা ব্যক্তিগত কিছু সম্পত্তি বিক্রি করে গ্রামে একটি গরুর খামার স্থাপন করে জীবিকা নির্বাহ করেন। প্রতিবেশী শামীমাও রহিমাকে অনুসরণ করে প্রশিক্ষণ নিয়ে নিজের জমানো টাকা ও কিছু ঋণ নিয়ে ১০টি সেলাই মেশিন কেনেন ও ১০ জন কর্মী নিয়ে একটি টেইলারিং দোকান দেন। ব্যবসায়ের মুনাফা ও ঝুঁকি তিনি একাই বহন করেন। তার সুদক্ষ কর্মপ্রচেষ্টা ও কঠোর পরিশ্রমের কারণে পরবর্তীতে তিনি শামীমা ফ্যাশন হাউজ' নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে সক্ষম হন।
ক) সমবায়ের উৎপত্তি হয় কেন?
খ) শুধু মহিলাদের কর্মসংস্থানের জন্য সরকারি সংস্থাটির কার্যক্রম ব্যাখ্যা করো।
গ) মালিকানার ভিত্তিতে শামীমার ব্যবসায়ের ধরনটি ব্যাখ্যা করো।
ঘ) 'কার্যক্ষেত্র বিবেচনায় রহিমা ও শামীমা আত্মকর্মসংস্থানে সম্পৃক্ত হলেও দুজনেই ব্যবসায় উদ্যোক্তা নয়’- বিশ্লেষণ করো।
সমবায়ের উৎপত্তি হয় কেন?
Bunny Icon
শুধু মহিলাদের কর্মসংস্থানের জন্য সরকারি সংস্থাটির কার্যক্রম ব্যাখ্যা করো।
Bunny Icon
মালিকানার ভিত্তিতে শামীমার ব্যবসায়ের ধরনটি ব্যাখ্যা করো।
Bunny Icon
'কার্যক্ষেত্র বিবেচনায় রহিমা ও শামীমা আত্মকর্মসংস্থানে সম্পৃক্ত হলেও দুজনেই ব্যবসায় উদ্যোক্তা নয়’- বিশ্লেষণ করো।
Bunny Icon
লিখিত প্রশ্নের এর উত্তর দিতে অ্যাপ ব্যবহার করুন।
Like this question?
পূর্ণ অভিজ্ঞতা পেতে SUN LIGHT AI app ব্যবহার করুনGet SUN LIGHT AI App on Google Play