তাপস ও অলক আলোচনার ভিত্তিতে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করেন। ব্যবসায়ের মুনাফা বণ্টন ও অন্যান্য বিষয়ে তারা পারস্পরিক সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন। অলক ব্যক্তিগতভাবে ব্যাংক হতে ৬ লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন এবং পরিশোধ না করায় ব্যাংক আদালতের আশ্রয় নেয়। আদালত তার সমস্ত সম্পত্তি ক্লোক করে ১ লক্ষ টাকা আদায় এবং বাকি দেনা পরিশোধে তাকে দেউলিয়া ঘোষণা করে।
ক) চুক্তি কী?
খ) মালিক একাই মুনাফা ভোগ করে কোন ব্যবসায়ে? ব্যাখ্যা করো।
গ) উদ্দীপকে বর্ণিত তাপস ও অনকের প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা করো।
ঘ) অলক কোন প্রক্রিয়ার মাধ্যমে দেউলিয়া ঘোষিত হয়েছে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।