জনাব শানিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেছেন। চাকরি করার তার ইচ্ছা নেই। ছোট ব্যবসায় থেকে শুরু করে আস্তে আস্তে একজন বড় ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হতে চান। তাই তিনি প্রাথমিক অবস্থায় স্বল্প পুঁজি ও শ্রম বিনিয়োগ করে কম ঝুঁকিতে যেকোনো স্থানে স্থাপন করা যায় এরূপ ব্যবসায় চালু করতে চান। এ ব্যবসায়ের বেশ কিছু সীমাব্যতা থাকলেও দৃঢ় আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম ও নতুন উদ্যমে ব্যবসায় পরিচালনা করতে চান। তার বিশ্বাস তিনি একদিন সফল ব্যবসায়ী হবেন।
ক) একমালিকানা ব্যবসায়ে মালিকের দায় কীরূপ?
খ) একমালিকানা ব্যবসায়ের দুটি উপযুক্ত ক্ষেত্র লেখো।
গ) উদ্দীপকের জনাব শানিমের ব্যবসায়টি কী ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা করো।
ঘ) উদ্যোক্তা হিসেবে জনাব শানিমের মধ্যে কী কী গুণাবলি পরিলক্ষিত হয়? বিশ্লেষণ করো।