রনি ও তার দশ বন্ধু মিলে 'যমুনা' নামে একটি ব্যবসায় সংগঠন চালু করেন । এই ব্যবসায়ের পরিচালক পাঁচ জন। তারা শেয়ার বাজারে শেয়ার ও ঋণপত্র ইস্যু করে মূলধন সংগ্রহ করেন। অপরদিকে জনি ও তার তিন বন্ধু মিলে 'মিতালী' নামে একটি ব্যবসায় সংগঠন চালু করেন । দুটি প্রতিষ্ঠানই কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখে।
ক) একমালিকানা ব্যবসায় কাকে বলে?
খ) নামমাত্র অংশীদার কে? ব্যাখ্যা করো।
গ) 'মিতালী' নামক প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা করো।
ঘ) দেশের আর্থ-সামাজিক উন্নয়নে যমুনা প্রতিষ্ঠানটি বেশি কার্যকর— বিশ্লেষণ করো।