জনাব ফারহান স্বল্প অর্থ নিয়ে নিজের উদ্যোগে 'ফিশ অ্যান্ড ফিডস' নামে মাছের হ্যাচারি চালু করেন। অল্পদিনের মধ্যেই চাহিদা বেড়ে যাওয়ায় আত্মীয়-স্বজন এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে তার হ্যাচারির পরিধি বাড়ায়। জনাব ফারহানের ব্যবসায়ের সফলতা দেখে ঢাকায় কর্মরত তার ছোট ভাই আহমেদ জনাব ফারহানের সাথে সমান মূলধন বিনিয়োগ করে একটি লেয়ার মুরগির ফার্ম চালু করেন। জনাব ফারহান এককভাবে ব্যবসায় পরিচালনা করলেও চুক্তি অনুযায়ী আহমেদ মাস শেষে লাভের অংশ নিয়ে যান।
ক) বিশ্বের প্রথম সমবায় সমিতির নাম কী?
খ) উৎপাদনের বাহন কোনটি? ব্যাখ্যা করো।
গ) উদ্দীপকে জনাব ফারহানের 'ফিশ অ্যান্ড ফিডস' নামক হ্যাচারিটি কোন ধরনের ব্যবসায় সংগঠন? বর্ণনা করো।
ঘ) অংশীদারি ব্যবসায়ের আলোকে আহমেদের মুনাফা নেওয়ার যৌক্তিকতা মূল্যায়ন করো।