রবিনের শিক্ষাগত যোগ্যতা কম থাকায় কোথাও চাকরি না পেয়ে মায়ের সামান্য জমানো টাকায় 'মিল্ক পয়েন্ট' নামে খাঁটি দুধ ও ডিম বিক্রির দোকান স্থাপন করেন। পর্যায়ক্রমে এতে সে নিজের হাতে তৈরি মশলা, আটা, মধু প্রভৃতি বিক্রি করতে শুরু করেন। খাঁটি ও পুষ্টিকর পণ্যের নিশ্চয়তা থাকায় অল্পদিনেই তার ব্যবসায় জমজমাট হয়ে মুনাফা অর্জনে সমর্থ হয়। কাজের সুবিধার জন্য তিনি কর্মচারী নিয়োগ দেন। তার দেখাদেখি এলাকার আরও কিছু যুবক নিজেদেরকে এ ধরনের কাজে নিয়োজিত করেন।
ক) আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধন কোনটি?
খ) কর্মীদের কর্মক্ষমতা বাড়ানোর উপায় কী? ব্যাখ্যা করো।
গ) রবিনের 'মিল্ক পয়েন্ট' প্রতিষ্ঠার কাজটি কোন ধরনের কর্মসংস্থানের অন্তর্ভুক্ত তা ব্যাখ্যা করো।
ঘ) রবিনের কাজটি মূল্যায়ন করে কীভাবে এলাকার বেকারদেরকে উদ্বুদ্ধ করা যায় তা বিশ্লেষণ করো।