রিফাত একটি ব্যবসায় প্রতিষ্ঠানে স্বল্প বেতনে চাকরি করতেন। চাকরি ছেড়ে স্বাধীনভাবে কাজ করার ইচ্ছায় গ্রামে চলে আসেন। আত্মবিশ্বাস ও দক্ষতাকে পুঁজি করে মৌমাছি চাষ শুরু করেন। এজন্য তিনি প্রশিক্ষণও নেন। বর্তমানে তিনি সচ্ছল। তার খামারে আরও তিনজন শ্রমিক নিয়োগ দিয়েছেন।
ক) নট্রামস এর কাজ কী?
খ) বাংলাদেশের বেকারত্বের সংখ্যা বেড়ে যাওয়ার কারণ কী? ব্যাখ্যা করো।
গ) উদ্দীপকে রিফাতের কাজটি কোন ধরনের কর্মসংস্থান? বর্ণনা করো।
ঘ) "রিফাতের কর্মসংস্থান বেকার যুবকদের উৎসাহিত করবে”- মূল্যায়ন করো।