মি. 'X' এমবিএ পাস করার পর তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবছিল। তার পরিবারের ইচ্ছা বিদেশে ভালো চাকরি করার। কিন্তু সে নিজ দেশেই কিছু করতে চায়। এজন্য সে সমন্বিত মাছ চাষ ও পোলট্রি খামারের ওপর ৩ মাসের প্রশিক্ষণ নেয়। এতে তার মনোবল বহুগুণ বেড়ে যায়। সে বাড়ির পাশে নিজ জমিতে পুকুর খনন করে মাছ চাষ এবং এর সাথে হাঁস-মুরগির খামার প্রতিষ্ঠা করে। এই কাজে তার প্রশিক্ষণলব্ধ জ্ঞান প্রয়োগ করে নিজের চেষ্টায় আজ সে স্বাবলম্বী। তার প্রতিষ্ঠিত খামারে বহুলোকের কর্মসংস্থান যেমন হয়েছে তেমনি তার কাজে উদ্বুদ্ধ হয়ে এলাকার অনেকেই এ কাজে এগিয়ে আসছে।
ক) নট্রামস কী?
খ) আত্মকর্মসংস্থানকে স্বাধীন পেশা বলা হয় কেন? ব্যাখ্যা করো।
গ) মি. 'X' এর প্রতিষ্ঠিত খামার কোন ধরনের কাজের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
ঘ) মি. 'X' কে স্বাবলম্বী হওয়ার পেছনে কোনটি বেশি প্রভাবিত করেছে বলে তুমি মনে করো? উত্তরের সপক্ষে যুক্তি দাও।