জনাব মনিবুর তার পতিত জলাশয়ে স্বল্প পুঁজি নিয়ে সমন্বিত হাঁস ও মাছ চাষ করে প্রচুর মুনাফা অর্জন করেছেন। অপরদিকে, বরগুনার জনাব হারুন স্থানীয় এনজিও থেকে উচ্চ সুদে ঋণ নিয়ে ইলেকট্রনিক সামগ্রী তৈরির কারখানা স্থাপন করেন। কারখানায় স্বল্পশিক্ষিত ও পরিচিত কিছু লোক নিয়োগ দেন। অনেক সময় প্রয়োজনীয় জ্বালানি ও কাঁচামালের অভাবে উৎপাদন বন্ধ থাকে। ফলে প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য ও বিক্রয় আশানুরূপ না হওয়ায় ক্ষতির সম্মুখীন হন।
ক) যুব প্রশিক্ষণ কেন্দ্র কোন মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত হয়?
খ) ব্যবসায় প্রতিষ্ঠানে প্রাথমিক মূলধনের গুরুত্ব ব্যাখ্যা করো।
গ) জনাব মনিবুরের কাজটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ) জনাব হারুনের ব্যর্থতার কারণসমূহ বিশ্লেষণ করো।