জনাব লিয়াকত তার নিজ গ্রামে পরিত্যক্ত ১টি পুকুরে মৎস্য চাষ শুরু করেন। প্রথমদিকে তার খামারে অনেক মাছ মারা যেত। বন্ধুর পরামর্শে তিনি স্থানীয় একটি বেসরকারি সংস্থা থেকে মৎস্য চাষের ওপর প্রশিক্ষণ ও ঋণ নিয়ে আরেকটি পুকুরে মৎস্য চাষ করতে লাগলেন। সুলভ মূল্যে ও ভালো জাতের মাছের জন্য দূর-দূরান্ত থেকে অনেক পাইকারি ব্যবসায়ী আসতে লাগলো। এতে তিনি লাভবান হচ্ছেন দেখে হাঁস-মুরগি পালনের প্রকল্প গ্রহণ করেন। প্রকল্পটি দেখাশোনার জন্য ৫ জন যুবককে নিয়োগ দেন। বর্তমানে লিয়াকত একজন সফল ব্যবসায়ী। তাকে দেখে অনেকে অনুপ্রাণিত হয়েছে।
ক) ব্যবসায় সাফল্য লাভের অন্যতম পূর্বশর্ত কী?
খ) মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রমটি ব্যাখ্যা করো।
গ) উদ্দীপকে বর্ণিত জনাব লিয়াকতের কাজটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ) দেশের আর্থ-সামাজিক উন্নয়নে জনাব লিয়াকতের কর্মকাণ্ডের গুরুত্ব মূল্যায়ন করো।